
আজ থেকে প্রায় ৫৫ বছর আগে, মহান স্বাধীনতার সংগ্রামের কিঞ্চিত পূর্বে দক্ষিণখান ও এর পার্শ্ববর্তী এলাকা সমূহের নারী শিক্ষা উন্নয়নের সুমহান লক্ষে দক্ষিণখান এর কৃতি সন্তান সাবেক সি.এস.পি তৎকালীন যুগ্ম সচিব (অর্থমন্ত্রণায়ল) মরহুম সরদার হাবিব উদ্দিন আহমেদ সাহেবের দানকৃত জমিনে এলাকাবাসীর অসীম আগ্রহে প্রতিষ্ঠা হয় দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।